হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

পরীক্ষার ফল দিতে দেরি, প্রধান শিক্ষককে অভিভাবকের মারধর

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রীর বাবার বিরুদ্ধে। আজ বুধবার দুপুরে উপজেলার ফরদাবাদ ইউনিয়নের দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরীক্ষার ফল প্রকাশে দেরি করার অভিযোগ এনে শিক্ষকের ওপর হামলা চালান ওই অভিভাবক।

ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, উপজেলার পূর্বহাটি গ্রামে প্রধান শিক্ষক মো. নুর আলম সিদ্দিকীর (৫৫) ওপর হামলা চালান শিক্ষার্থীর বাবা ও পার্শ্ববর্তী ফরদাবাদ গ্রামের মো. ময়নাল হোসেন (৪৫)। এ সময় বিদ্যালয় বন্ধ করে দেওয়ার হুমকি দেন তিনি।

এ ঘটনায় আহত প্রধান শিক্ষকের কর্তব্যরত চিকিৎসক ফয়সাল কবির জয় আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁর মাথায় পাঁচটা সেলাই লেগেছে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।’

ভুক্তভোগী প্রধান শিক্ষক নুর আলম সিদ্দিকী বলেন, ‘বিদ্যালয়ের ভেতরে দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালান তিনি। আমি অজ্ঞান হয়ে পড়লে সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসেন। আমি হামলার বিচার চাই।’
 
বাঞ্ছারামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নৌশাদ মাহমুদ বলেন, ‘শিক্ষকের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেব।’

অভিযোগের বিষয়ে জানতে ময়নাল মিয়াকে পাওয়া যায়নি। তাঁর স্ত্রী তাহমিনা আক্তার বলেন, ‘প্রধান শিক্ষকের সঙ্গে কী নিয়ে ঝগড়া হয়েছে জানি না। আমার স্বামী এখন বাড়িতে নেই।’

বাঞ্ছারামপুর মডেল থানার উপপরিদর্শক বিল্লাল হোসেন বলেন, ‘ভুক্তভোগী অভিযোগ দিয়েছেন। আমরা তদন্তে করে দেখব।’

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে