হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় চেয়ারম্যান হলেন যারা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের তিন প্রার্থী ও দুই স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। উপজেলার ১৫ ইউনিয়নের মধ্যে ১৩ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৮ ইউপিতে আওয়ামী লীগের মনোনীত ৮ প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। 

গতকাল রোববার নির্বাচনে বাকি ৫ ইউনিয়নে নৌকা প্রতীকের তিন প্রার্থী এবং দুই স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

বিজয়ী নৌকা প্রতীকের প্রার্থীরা হলেন, ২ নম্বর হোছনাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. দানু মিয়া। তাঁর প্রাপ্ত ভোট ৬ হাজার ৫৯৬। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মির্জা মো. জসিম উদ্দিন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৬০৫ ভোট। ১৩ নম্বর ইসলামপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সিরাজ উদ্দিন চৌধুরী। তাঁর প্রাপ্ত ভোট ৭ হাজার ৫৫৯। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সিরাজুদ্দৌল্লাহ দুলাল আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪ ভোট। ১৪ নম্বর দক্ষিণ রাজানগর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আহমদ ছৈয়দ তালুকদার। তাঁর প্রাপ্ত ভোট ৭ হাজার ১৩৬। তাঁর নিকটতম প্রতিদ্ব ৭ নম্বর বেতাগী ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শফিউল আলম শফি, তাঁর প্রাপ্ত ভোট ৬ হাজার ৯৬৭। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নুর কুতুবুল আলম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৬১৬ ভোট। ১৫ নম্বর লালানগর ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম তালুকদার। তাঁর প্রাপ্ত ভোট ৪ হাজার ৩৩৪। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৯১৭ ভোট। 

এ ছাড়াও বিনা ভোটে যাঁরা নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন, ১ নম্বর রাজানগর ইউনিয়নে শামসুল আলম তালুকদার, ৫ নম্বর পারুয়া ইউনিয়নে একতেহার হোসেন, ৬ নম্বর পোমরা ইউনিয়নে জহির আহমেদ চৌধুরী, ৮ নম্বর সরফভাটা ইউনিয়নে শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, ৯ নম্বর শিলক ইউনিয়নে নজরুল ইসলাম তালুকদার, ১০ নম্বর চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নে ইদ্রিছ আজগর, ১১ নম্বর কোদালা ইউনিয়নে আবদুল কাইয়ুম তালুকদার, ১২ নম্বর পদুয়া ইউনিয়নে মোহাম্মদ আবু জাফর। 

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ