হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

এম হারুন-অর-রশীদ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস থেকে সেনাবাহিনীর সাবেক প্রধান এম হারুন-অর-রশীদের লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁর মৃত্যুর কারণ জানাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হারুন-অর-রশীদের মরদেহের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যায়।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) দক্ষিণ জোনের উপকমিশনার (ডিসি) মো. আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, হারুন-অর-রশীদ গতকাল রোববার রাতে চট্টগ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এরপর ক্লাবে এসে ৩০৮ নম্বর কক্ষে রাত্রি যাপন করছিলেন। সকালে তাঁর একটা মিটিং ছিল। কিন্তু তাঁর মোবাইলে বারবার কল দেওয়া হলেও তিনি সাড়া দিচ্ছিলেন না। এরপর দরজায় নক করা হলেও কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বারান্দায় গ্লাসের দরজা ভেঙে বিছানার ওপর তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

আলমগীর হোসেন আরও বলেন, আপাতত তাঁর মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বর্তমানে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা, ক্রাইম সিন ইউনিটসহ বিভিন্ন সংস্থার লোকজন উপস্থিত রয়েছেন। পরিবারের অনুমতি সাপেক্ষে মরদেহ ময়নাতদন্ত করা হবে। এরপর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জানা গেছে, সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। তাঁর মৃত্যুর খবর শুনে আত্মীয়স্বজনসহ অনেকে চট্টগ্রাম ক্লাব ও তাঁর গ্রামের বাড়িতে ভিড় করছেন।

আরও খবর পড়ুন:

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি