হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে স্বামীর পর স্ত্রীও মারলেন ইমামকে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর মাইজদীতে মসজিদের ইমাম মাওলানা হাফেজ মাহমুদুল হাসানকে মারধর করেছেন স্থানীয় বেসরকারি ‘প্রাইম হসপিটাল’-এর চেয়ারম্যান শামিমা জাহান সুইটি। গতকাল রোববার বিকেলে মাইজদী হাসপাতাল সড়কের একটি ফার্মেসিতে তাঁকে মারধর করা হয়। মারধরের একটি ভিডিও ফুটেজ আজ সোমবার সকাল থেকে ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

মারধরের শিকার মাওলানা হাফেজ মাহমুদুল হাসান মাইজদীর হাজী নূর ইসলাম মসজিদের ইমাম। এর আগে গতকাল সুইটির স্বামী ও প্রাইম হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মাহবুবুর রহমানও তাঁকে মারধর করেন। 

ফেসবুকে ছড়িয়ে পড়া ৪১ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায়, শামিমা জাহান সুইটি ফার্মেসিতে ঢুকে প্রথমে ইমাম মাহমুদুল হাসানের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে সুইটি ধীরে ধীরে ইমামের কাছে গিয়ে তাঁকে মারধর শুরু করেন। মারধর করতে করতে তাঁকে ফার্মেসির ভেতরে নিয়ে যান সুইটি। 

জানা গেছে, গতকাল সকালে স্থানীয় হাজী নূর ইসলাম মসজিদের ইমাম হাফেজ মাহমুদুল হাসান মসজিদ পরিষ্কার করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে প্রাইম হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মাহাবুবুর রহমান মসজিদের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাঁর গায়ে ধুলো পড়ার অভিযোগে ইমামকে গালমন্দ করার পর একপর্যায়ে মারধর শুরু করেন। পরে স্থানীয়রা তাঁকে ছাড়িয়ে নেন। 

ওই ঘটনার পর বিকেলে মাহাবুবুর রহমানের স্ত্রী প্রাইম হসপিটালের চেয়ারম্যান শামিমা জাহান সুইটি হাসপাতালের সামনের ফার্মেসিতে পেয়ে মাহমুদুল হাসানকে আবার মারধর করেন। 

এ বিষয়ে জানতে শামিমা জাহান সুইটি এবং তাঁর স্বামী মাহাবুবুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তাঁরা রিসিভ করেননি। 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম এ বিষয়ে বলেন, নির্যাতনের শিকার ইমামকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এ বিষয়ে ভুক্তভোগী মাওলানা মাহমুদুল হাসানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে নোয়াখালী কওমি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত আজকের পত্রিকাকে জানান, ইমামকে মারধরের ঘটনায় আজ সোমবার থানায় অভিযোগ দেওয়া হয়েছে। পরে থানায় সবার উপস্থিতিতে অভিযুক্ত স্বামী-স্ত্রী দুজনই ক্ষমা চেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে মাওলানা মাহমুদুল হাসান তাঁদের ক্ষমা করে দিয়েছেন।

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে