হোম > সারা দেশ > চট্টগ্রাম

সার কারখানার বিষাক্ত বর্জ্য খালে, পানি পানে ৩ মহিষের মৃত্যুর অভিযোগ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের আনোয়ারার রাঙ্গাদিয়া ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড সার কারখানার বিষাক্ত বর্জ্য মিশ্রিত পানি পানে তিনটি মহিষের মৃত্যুর অভিযোগ উঠেছে।

রোববার (২০ এপ্রিল) বিকেলে বসুন্ধরা চরের গোবাদিয়া খালের পানি পানে মহিষগুলো মারা গেছে বলে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত মহিষের মালিক দক্ষিণ বন্দর কান্তিরহাট গোয়ালপাড়া এলাকার মোহাম্মদ রফিক জানান, রোববার বিকেলে বসুন্ধরা চরে মহিষগুলো আনতে গিয়ে দেখি তিনটি মহিষ মারা গেছে। এ রকম আরও অনেক কৃষকের কয়েক শ গরু-মহিষ প্রতিদিন বিচরণ করে এই চরে।

কৃষক রফিকের অভিযোগ, ‘এর আগে বর্জ্য পানি ছাড়ার আগে মাইকিং করলেও এবার তা করেনি ডিএপি কারখানা। যে কারণে আমরা সতর্ক হতে পারিনি। আমার তিনটি মহিষ মারা গেছে। আরও বেশ কয়েকটি মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। আমার মারা যাওয়া তিনটি  মহিষের দাম প্রায় চার লাখ টাকা।’

ভুক্তভোগীদের অভিযোগ, ডিএপির বর্জ্য শোধন ব্যবস্থা থাকলেও তা না করে সরাসরি খালে ফেলায় পানি বিষাক্ত হয়ে যায়। যা পান করে হরহামেশাই গবাদিপশু মারা যাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ডিএপি সার কারখানার জিএম (প্রশাসন) আব্দুল জলিল বলেন, ‘কারখানার পানি খেয়ে মারা গেছে এটা তো নিশ্চিত না। অন্য কারণে তো মারা যেতে পারে। এটা পোস্টমর্টেম করলে তখন বোঝা যাবে। আমাদের তেমন অ্যামোনিয়া উৎপাদন নেই। সামান্য যে বর্জ্য যায় তা খেলে পশু মারা যাওয়ার কথা নয়। তারপরও আমরা মানুষের ক্ষতি হোক, তা চাই না। পোস্টমর্টেম রিপোর্টে যদি প্রমাণিত হয় তাহলে আমরা ক্ষতিপূরণ দেব।’

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ