হোম > সারা দেশ > চট্টগ্রাম

গত তিন দিনে রাঙামাটিতে ৬৯ জনের করোনা শনাক্ত

প্রতিনিধি, রাঙামাটি

গত ২০ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত রাঙামাটি জেলায় ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে শনাক্ত হয়েছেন ২০ জুলাই ১৯ জন, ২১ জুলাই ১০ জন এবং ২৩ জুলাই ৩০ জন। এতে শনাক্তের হার ছিল যথাক্রমে ২৭ দশমিক ১৪ শতাংশ, ৪৭ দশমিক ৬৪ শতাংশ এবং ৪২ দশমিক ৮৬ শতাংশ। 

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ৭০টি নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত জেলায় মোট ১৪ হাজার ৮৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ২৯৪ জনের। মারা গেছে ২০ জন। সর্বশেষ রোগী মারা গেছে ২০ জুলাই। বর্তমানে আইসোলেশনে ভর্তি আছে ১৫ জন। 

জেলায় প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন ৩৯ হাজার ৮৪১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৮ হাজার ৮৮১ জন। 

জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল বলেন, জেলায় করোনা শনাক্তের হার বেড়েছে। এখন মানুষজন নমুনা দিচ্ছে না তাই সেভাবে ধরা পড়ছে না। অনেকে ঘরে বসে চিকিৎসা নিচ্ছেন। তাই শনাক্তের হার কম দেখাচ্ছে। আমাদের সার্ভে মতে পরীক্ষার হার বাড়লে এ সংখ্যা আরও বাড়বে।  

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির