আত্মীয়ের বিয়েতে যাওয়ার পথে চট্টগ্রামের রাউজানে পিকআপ-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে প্রাণ হারালেন আপন দুই ভাই। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম-কাপ্তাই সড়কে চুয়েট গেটের কাতালপীর শাহ মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. আক্কাস উদ্দিন (৬০) ও কাজী মমতাজ উদ্দিন (৬২)। তাঁরা রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ির কাজী নাদের হোসেনের ছেলে।
জানা যায়, আজ বিকেলে আত্মীয়ের মেয়ের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আহত দুই ভাইকে উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আক্কাস উদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় অপর ভাই কাজী মমতাজ উদ্দিনের মৃত্যু হয়।