হোম > সারা দেশ > চট্টগ্রাম

৭৩১ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে ৬ জনের নামে পরোয়ানা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে দুটি ব্যাংকের ৭৩১ কোটি ৮২ লাখ টাকা খেলাপি ঋণ আদায়ে নুর জাহান গ্রুপের ছয় কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই পরোয়ানা জারি করেছেন। অভিযুক্তরা নুর জাহান গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মিজান ট্রেডার্স ও জাসমীর ভেজিটেবল অয়েল কোম্পানির মালিকানার সঙ্গে সম্পৃক্ত। 

এ বিষয়ে ওই আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘ন্যাশনাল ব্যাংক ও অগ্রণী ব্যাংকের উল্লেখিত পাওনা টাকা আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আদালত ছয়জনের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।’ 

জানা গেছে, মামলার বিবাদীর মধ্যে জাসমীর ভেজিটেবল অয়েল কোম্পানির মালিকানার সঙ্গে সম্পৃক্ত জসীম উদ্দিন, মিস্টার টিপু ও জহির আহমেদ নগরীর লালদীঘি এলাকার অগ্রণী ব্যাংক থেকে ঋণসুবিধা নেন। কিন্তু দীর্ঘদিন ঋণ পরিশোধ না করলে ব্যাংকের পক্ষ থেকে ২০১৩ সালে একটি মামলা দায়ের করা হয়। গত বছরের ৩১ মার্চ মামলার রায় হয়। একই বছরের ২০ নভেম্বর উল্লেখিতদের বিরুদ্ধে ৪৫৪ কোটি ১ লাখ ৭০ হাজার ৯৭৩ টাকা আদায়ে দায়ের করা হয় অর্থঋণ জারি মামলা। এই মামলায় বিচারক আজ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

মামলার আরজি অনুযায়ী ব্যবসায়িক লেনদেনের অংশ হিসেবে ন্যাশনাল ব্যাংক জুবিলি রোড শাখা থেকে ঋণ সুবিধা গ্রহণ করেন মিজান ট্রেডার্সের মালিকানার সঙ্গে সম্পৃক্ত মিজানুর রহমান, জাকির আহমেদ রতন ও মিসেস ফরহানা আলম। ঋণ পরিশোধ না করায় উল্লেখিতদের বিরুদ্ধে ২০১৩ সালে মামলা দায়ের করে ব্যাংক। সুদে-আসলে বর্তমানে এই ঋণের পরিমাণ দাঁড়ায় ২৭৭ কোটি ৮০ লাখ ৬৫ হাজার ১৩৮ টাকা ৭৩ পয়সা। এই টাকা আদায়ে গত বছরের ১৭ নভেম্বর বিবাদীদের বিরুদ্ধে অর্থঋণ জারি মামলা দায়ের করা হয় ব্যাংকের পক্ষ থেকে। সেই মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ