হোম > সারা দেশ > নোয়াখালী

চাটখিলে পানিতে ডুবে বিসিএস ক্যাডারের মৃত্যু

চাটখিল ও নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল উপজেলায় বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে একজন বিএসএস ক্যাডার মারা গেছেন। আজ বুধবার দুপুরে উপজেলার মল্লিকা দিঘিতে গোসল করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ফারুক মাছুম (৩৫)। তিনি উপজেলার ২ নম্বর রামনারায়নপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা। চট্টগ্রামে কর বিভাগের উপ-কর কমিশনার কর্মকর্তা কর্মরত ছিলেন এই বিসিএস ক্যাডার। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ওমর ফারুক মাসুম তাঁর বন্ধু আবু দাওদ, মনিরুল ইসলাম, লিটন চন্দ্র সূত্র ধর, মোরশেদ ইকবাল, পায়েল মজুমদার ও আশরাফ হোসেন রতনসহ মল্লিকা দিঘীতে গোসল করতে নামেন। পরে তাঁরা সাঁতার কেটে দিঘীর মাঝখানে যান। সেখানে ছয় বন্ধু সাঁতরিয়ে কূলে ফিরলেও ওমর ফারুক দিঘীর মাঝখান থেকে আর ফিরতে পারেননি।

খবর পেয়ে খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ইকবাল হোসেন ও চাটখিল ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দিঘীতে উদ্ধার অভিযান করে। এরপর বিকেল সোয়া ৫টার দিকে ফারুকের মরদেহ উদ্ধার করে তাঁরা।

এ ব্যাপারে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫