চট্টগ্রামের সাতকানিয়ায় দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর দুপুর দেড়টার দিকে আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এ ঘটনায় গুলিবিদ্ধরা হলেন—সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত মতু মিয়ার ছেলে মো. ফারুক (৬১), একই এলাকার মৃত আবদুস সালামের ছেলে মুন্সি মিয়া (৫৫), মৃত সালেহ আহমেদের ছেলে মো. রফিক (৫০) ও একই এলাকার শাহ আলম (৬০)।
থানার পরিদর্শক সাদেকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা ১১টার দিকে খাগরিয়া ইউনিয়নের মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন তাঁর সমর্থকদের নিয়ে ৭ নম্বর ওয়ার্ডে প্রচারণায় গেলে নৌকার প্রার্থী আক্তার হোসেনের সমর্থকদের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নৌকার প্রার্থীর সমর্থকদের ছোড়া শটগানের গুলিতে চারজন আহত হন। পরে উদ্ধার করে তাঁদের চমেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। গুলিবিদ্ধ চারজন বর্তমানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।