হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে এজেন্ট ব্যাংকের ১২ লাখ টাকা নিয়ে উধাও ক্যাশিয়ার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারার ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংক থেকে ১২ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন মোহাম্মদ লোকমান (২৬) নামে ব্যাংকের ক্যাশিয়ার। এ ঘটনায় আজ বুধবার থানায় এজেন্ট ব্যাংকের উদ্যোক্তা মোহাম্মদ ওয়াসিম একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ অভিযুক্ত যুবকের সন্ধানে অভিযান চালাচ্ছে।’

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চাতরী এলাকার বাসিন্দা মোহাম্মদ লোকমান ব্যাংকের ক্যাশিয়ার হিসেবে এক বছর ধরে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো আজ সকালে আট লাখ টাকার একটি চেক নিয়ে স্থানীয় কৃষি ব্যাংকে যান। কিন্তু সকাল গড়িয়ে দুপুর হলেও ক্যাশিয়ার ব্যাংক থেকে না আসায় একাধিকবার ফোন করেন এজেন্ট ব্যাংকের মালিক মোহাম্মদ ওয়াশিম। পরে কৃষি ব্যাংকের শাখা এবং পার্শ্ববর্তী তাঁর বাড়িতে গিয়েও কোনো সন্ধায় না পাওয়ায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ব্যাংকের উদ্যোক্তা মোহাম্মদ ওয়াসিম আজকের পত্রিকাকে বলেন, ‘আট লাখ টাকার একটি চেক নিয়ে তাকে কৃষি ব্যাংকের শাখায় পাঠানো হয়। টাকা নিয়ে আসতে দেরি দেখে একাধিকবার ফোন করি। কিন্তু ফোন বন্ধ থাকায় কৃষি ব্যাংক, তার বাড়ি, আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করে তার কোনো সন্ধান পাইনি। এদিকে এজেন্ট ব্যাংকের ভল্টে থাকা নগদ চার লাখ টাকাও নিয়ে যায় সে। এটি তার পূর্বপরিকল্পিত।’

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত