হোম > সারা দেশ > চট্টগ্রাম

চন্দনাইশে জমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা 

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় রাতের আঁধারে কৃষিজমির মাটি কাটার দায়ে মো. ফিরোজ নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি এক্সকাভেটর জব্দ করা হয়।

গত মঙ্গলবার রাতে উপজেলার সাতবাড়িয়া আরিফশাহ পাড়া হাফেজনগর দরবার শরিফসংলগ্ন এলাকায় এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক। 

জানা গেছে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কৃষিজমির মাটি কেটে বিক্রি করছে একটি চক্র। এদের মধ্যে অনেকে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ভরাটের নামে অনুমতি নেওয়ার কথা বলে হাজার হাজার গাড়ি মাটি বিক্রি করছে। 

স্থানীয়রা বলছে, এটা মাটি ব্যবসার নতুন কৌশল হিসেবে ব্যবহার করছে তারা। এতে জমির উৎপাদনক্ষমতা কমছে এবং জমির শ্রেণি পরিবর্তন হয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে উপজেলার সাতবাড়িয়া আরিফশাহপাড়া হাফেজনগর দরবার শরিফসংলগ্ন এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় রাতের আঁধারে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা এবং একটি এক্সকাভেটর জব্দ করা হয়। 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক বলেছেন, অবৈধভাবে কৃষিজমি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা ও একটি এক্সকাভেটর জব্দ করা হয়েছে। 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত