হোম > সারা দেশ > চট্টগ্রাম

চন্দনাইশে জমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা 

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় রাতের আঁধারে কৃষিজমির মাটি কাটার দায়ে মো. ফিরোজ নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি এক্সকাভেটর জব্দ করা হয়।

গত মঙ্গলবার রাতে উপজেলার সাতবাড়িয়া আরিফশাহ পাড়া হাফেজনগর দরবার শরিফসংলগ্ন এলাকায় এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক। 

জানা গেছে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কৃষিজমির মাটি কেটে বিক্রি করছে একটি চক্র। এদের মধ্যে অনেকে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ভরাটের নামে অনুমতি নেওয়ার কথা বলে হাজার হাজার গাড়ি মাটি বিক্রি করছে। 

স্থানীয়রা বলছে, এটা মাটি ব্যবসার নতুন কৌশল হিসেবে ব্যবহার করছে তারা। এতে জমির উৎপাদনক্ষমতা কমছে এবং জমির শ্রেণি পরিবর্তন হয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে উপজেলার সাতবাড়িয়া আরিফশাহপাড়া হাফেজনগর দরবার শরিফসংলগ্ন এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় রাতের আঁধারে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা এবং একটি এক্সকাভেটর জব্দ করা হয়। 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক বলেছেন, অবৈধভাবে কৃষিজমি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা ও একটি এক্সকাভেটর জব্দ করা হয়েছে। 

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের