হোম > সারা দেশ > খাগড়াছড়ি

রামগড়ে পাহাড় কাটার দায়ে ৬০ হাজার টাকা জরিমানা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে পাহাড় কেটে মাটি বহনের অপরাধে একজনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সন্ধ্যায় উপজেলার নজিরটিলা এলাকায় এই অভিযান চালানো হয়। 

দণ্ডিত জসিম উদ্দীন ওরফে বাঘ জসিম রামগড় পৌরসভার নজিরটিলার এলাকার বাসিন্দা। 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নজিরটিলা এলাকায় রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে পাহাড় কেটে মাটি বহনের সময় জসিম উদ্দীন ওরফে বাঘ জসিমকে হাতেনাতে আটক করেন। এ সময় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ২ মাসের জেল প্রদান করেন আদালত। 

এর আগে গত শুক্রবার উপজেলার সোনাইআগা এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে বালু পরিবহনের দায়ে রকিবুল ইসলাম রকি নামের একজনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। 

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার আজকের পত্রিকা বলেন, পাহাড় কাটা আইনগত অপরাধ। পাহাড় কেটে মাটি বিক্রির খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাহাড় কাটার বিরুদ্ধে সোচ্চার রয়েছে প্রশাসন। অভিযোগ পেলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির