হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে ছাত্রলীগ নেতা কাকন গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

কাকন গাজী। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সরাসরি হামলায় জড়িত থাকার অভিযোগে চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কাকন গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের ওয়্যারলেস বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

কাকন গাজী শহরের ১৩ নম্বর ওয়ার্ড লোষঘর পাকা মসজিদ এলাকার গাজী বাড়ির মিজানুর রহমান গাজীর ছেলে। কাকন কারাগারে থাকা সাবেক মন্ত্রী ডা. দীপু মনির অনুসারী। বিভিন্ন আনুষ্ঠানিকতায় তাঁর বাসায় যাতায়াত ছিল দীপু মনির।

মন্ত্রীর প্রভাব খাটিয়ে সে স্থানীয়ভাবে নানা অপরাধে নেতৃত্ব দেন এবং তাঁর বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

কাকনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, তাঁর বিরুদ্ধে গত ৫ আগস্ট শহরের বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং একাধিক মামলায় তিনি আসামি। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড