হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফরমালিন মেশানোর অভিযোগ, ব্যবসায়ীর আম ছুড়ে ফেললেন যুবক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

ব্যবসায়ী থেকে কেনা আমে ফরমালিন। এমন অভিযোগে সব আম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছুড়ে ফেললেন যুবক। প্রাণভয়ে দৌড়ে চলে যান ওই ব্যবসায়ী। ঘটনাটি ঘটে আজ রোববার সন্ধ্যায় সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলাল হাট বাজারে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার শুকলাল হাট বাজারে বিকেলে নজরুল নামে এক যুবক ব্যবসায়ীর কাছ থেকে আম কিনে নিয়ে যান। ঘণ্টাখানেক পর আম নিয়ে ফেরত এসে ফরমালিন মেশানোর অভিযোগ তুলে ক্ষিপ্ত হন তিনি। একপর্যায়ে ব্যবসায়ীর সব আম মহাসড়কের ওপর ফেলে দেন। এ সময় মহাসড়কে ফেলে দেওয়া আম নিতে হুড়োহুড়ি লেগে যায়। মুহূর্তের মধ্যে আমগুলো কুড়িয়ে নিয়ে যায়। 

শুকলালহাট বাজার কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে জানান, তিনি বিষয়টি অবগত ছিলেন না। তবে ঘটনার পর স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরেছেন। 

বাজার ইজারাদার মো. খোকন জানান, তিনি নামাজে থাকাকালে ঘটনাটি ঘটেছে। পরে বাজারের কয়েকজন ব্যবসায়ীর মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছেন। এ ধরনের কাজ অশোভনীয় হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 

খোঁজ করে না পাওয়ায় আম ব্যবসায়ীর কোনো বক্তব্য জানা যায়নি।

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট