হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফরমালিন মেশানোর অভিযোগ, ব্যবসায়ীর আম ছুড়ে ফেললেন যুবক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

ব্যবসায়ী থেকে কেনা আমে ফরমালিন। এমন অভিযোগে সব আম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছুড়ে ফেললেন যুবক। প্রাণভয়ে দৌড়ে চলে যান ওই ব্যবসায়ী। ঘটনাটি ঘটে আজ রোববার সন্ধ্যায় সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলাল হাট বাজারে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার শুকলাল হাট বাজারে বিকেলে নজরুল নামে এক যুবক ব্যবসায়ীর কাছ থেকে আম কিনে নিয়ে যান। ঘণ্টাখানেক পর আম নিয়ে ফেরত এসে ফরমালিন মেশানোর অভিযোগ তুলে ক্ষিপ্ত হন তিনি। একপর্যায়ে ব্যবসায়ীর সব আম মহাসড়কের ওপর ফেলে দেন। এ সময় মহাসড়কে ফেলে দেওয়া আম নিতে হুড়োহুড়ি লেগে যায়। মুহূর্তের মধ্যে আমগুলো কুড়িয়ে নিয়ে যায়। 

শুকলালহাট বাজার কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে জানান, তিনি বিষয়টি অবগত ছিলেন না। তবে ঘটনার পর স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরেছেন। 

বাজার ইজারাদার মো. খোকন জানান, তিনি নামাজে থাকাকালে ঘটনাটি ঘটেছে। পরে বাজারের কয়েকজন ব্যবসায়ীর মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছেন। এ ধরনের কাজ অশোভনীয় হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 

খোঁজ করে না পাওয়ায় আম ব্যবসায়ীর কোনো বক্তব্য জানা যায়নি।

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা