ইয়ারফোন লাগিয়ে রেললাইন ধরে হাঁটছিল রবিউল হোসেন (১৭)। পেছন দিক থেকে আসা ট্রেনের হর্ন বাজলেও টের পায়নি। ট্রেনের চাকার নিচে কাটা পড়ে বেঘোরে প্রাণ গেল তার।
সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রবিউল হাসান বরিশাল জেলার হিজলা উপজেলার কাউলিয়া বাজার এলাকার মাহবুব আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিউল ফৌজদারহাট এলাকায় মামার বাড়িতে বেড়াতে এসেছিল। রাতে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেললাইন ধরে হাঁটছিল। পেছন দিক থেকে আসা ট্রেনের শব্দ শুনতে পায়নি সে। ঢাকামুখী ট্রেনটির নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ফারুক জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ফৌজদারহাট রেলস্টেশন এলাকা অতিক্রমকালে ওই কিশোর কাটা পড়ে মারা গেছে। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।