হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের শাহ আমানত থেকে হজ ফ্লাইট শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের শাহ আমানত থেকে হজ ফ্লাইট শুরু। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে ছেড়ে যায় প্রথম হজ ফ্লাইটি। বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৭৭ যোগে বিজি ১৩৮ ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব যাবেন। সেখানকার সময় রাত পৌনে ১০টায় বিমানটি পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে দুপুরে বিমানবন্দরের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে হজযাত্রীদের বিদায় জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর, বিশেষ অতিথি হাব চট্টগ্রাম জোনের চেয়ারম্যান শরীয়ত উল্ল্যাহ শহীদ, আটাব চট্টগ্রাম জোনের চেয়ারম্যান মো. আবু জাফর, হাব চট্টগ্রামের সেক্রেটারি মো. আব্দুল মালেক, আটাব চট্টগ্রাম জোনের সেক্রেটারি মো. ইদ্রিস মিয়া।

এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তা এবং হজ এজেন্সি অব অ্যাসোসিয়েশন (হাব) এবং অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিমান সূত্র জানায়, এ বছর হজযাত্রীদের জন্য চট্টগ্রাম থেকে সরাসরি সৌদি আরবে ১৭টি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর মধ্যে ১৪টি ফ্লাইট সরাসরি জেদ্দায় যাবে। বাকি তিনটি ফ্লাইট যাবে মদিনায়। সব ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

যদিও আগের বছর চট্টগ্রাম থেকে ২২টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ। এর মধ্যে দুটি ফ্লাইট সরাসরি চট্টগ্রাম-মদিনায় এবং ২০টি ফ্লাইট চট্টগ্রাম থেকে জেদ্দায় যায়।

চট্টগ্রামের শাহ আমানত থেকে হজ ফ্লাইট শুরু। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চট্টগ্রামের ব্যবস্থাপক আল মামুন ফারুক বলেন, ‘আজ বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশে হজযাত্রীদের প্রথম ফ্লাইট ছেড়ে যায়। প্রথম ফ্লাইটে চট্টগ্রাম থেকে ৪১৯ জন যাত্রী সৌদি আরব গমন করেন। ফ্লাইট ছেড়ে যাওয়ার আগে বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।’

উল্লেখ্য, এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় থাকছেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ করতে সৌদি আরব যাবেন।

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি