হোম > সারা দেশ > চাঁদপুর

ফরিদগঞ্জে মাদক কারবারিদের ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

মো. মোস্তফা। ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক কারবারিদের ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক মো. মোস্তফা (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে ফরিদগঞ্জ থানা-পুলিশ ও নিহতের স্বজনেরা এ তথ্য জানান।

নিহত মোস্তফা উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রামের মৃত দিদার হোসেনের ছেলে এবং পেশায় অটোরিকশাচালক। তিনি এক সন্তানের জনক।

নিহতের স্বজনেরা জানান, মাদক কারবারিদেরে হামলায় গুরুতর আহত অবস্থায় মোস্তফাকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকায় স্থানান্তর করা হয়। বুধবার (১৮ জুন) দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে ১২ জুন রাতে স্থানীয় মাদক কারবারি সোহেল গংরা মোস্তফাকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর এবং পিঠে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি।

নিহতের ভাই মো. আলাউদ্দিন বলেন, ‘আমার ভাইকে রাত ১০টার দিকে ঘর থেকে ডেকে মারধর ও ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করি। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আমি ভাই হত্যার বিচার চাই।’

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম বলেন, নিহতের ভাই আলাউদ্দিনের অভিযোগের ভিত্তিতে চারজনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তবে দুই জামিন পেয়েছেন। আহত যুবকের মৃত্যুতে মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির