হোম > সারা দেশ > চট্টগ্রাম

বন্যার পানিতে পড়ে ছিল তার, বিদ্যুতায়িত হয়ে স্বেচ্ছাসেবীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন টিটু চৌধুরী (৩৩) নামের একজন স্বেচ্ছাসেবী। আজ শনিবার দুপুরে সিলেট নগরীর শাপলাবাগে নিজ বাসার সামনে পানির নিচে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি। 

টিটু চৌধুরী টিম ৭১ নামের একটি সামাজিক সংগঠনেরও সদস্য ছিলেন তিনি। গত কয়েক দিন ধরে বন্যাদুর্গত মানুষদের উদ্ধারের কাজে নিয়োজিত ছিলেন। তিনি যুবলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শোকের আবহ দেখা দিয়েছে। 

শনিবার তাঁর টিম ৭১ এর সঙ্গে নিজ উপজেলা শাল্লায় যাওয়ার কথা ছিল জানিয়ে সংগঠনের আরেক সদস্য ইয়াসির আরাফাত রুবেল তাঁর ফেসবুকে লিখেছেন, ‘আহারে! টিটু চৌধুরীর নিজ উপজেলা শাল্লায় যাওয়ার কথা ছিল আজকে-টিম ৭১ এর। টিম হয়তো পৌঁছে গেছে। ঘরে ঘরে পৌঁছে যাবে ত্রাণসামগ্রী। উদ্ধার কাজ চলবে আনাচে-কানাচেতে। শুধু শূন্যতা টিটু চৌধুরীর সার্বিক নির্দেশনার। হে মহান প্রভু-টিটু ভাইকে উত্তম প্রতিদান দিন।’ 

টিটুর পরিবারের বরাত দিয়ে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি আজকের পত্রিকাকে বলেন, শাপলাবাগে টিটুর বাসা পানিতে তলিয়ে গেছে। শনিবার দুপুর ১২টার দিকে তিনি বাসার সামনের সড়কে আসেন। এ সময় পানিতে ছিঁড়ে পড়া একটি বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হন টিটু। সঙ্গে সঙ্গেই সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

আলম খান আরও মুক্তি জানান, পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তাঁরা আসলে সৎকার করা হবে। 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঝড়-বৃষ্টিতে অনেক জায়গায়ই বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়েছে। আবার কোথাও কোথাও বিদ্যুৎ লাইন পানির নিচে তলিয়ে গেছে। খবর পাওয়ামাত্র আমরা তা মেরামত করছি। কিন্তু পানির কারণে অনেক জায়গায় তার ছেঁড়ার বিষয়টি বোঝা যাচ্ছে না। এ অবস্থায় সবাইকে সতর্কভাবে চলাচল করতে হবে।’ 

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু