হোম > সারা দেশ > চট্টগ্রাম

আইনজীবী আলিফের মেয়ে তাসকিয়ার লেখাপড়ার দায়িত্ব নিল বিএনপি

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের তিন বছরের মেয়ে তাসকিয়ার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। দলটির নেতা মীর হেলাল উদ্দিন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাসকিয়ার পড়ালেখা থেকে শুরু করে বিয়ে পর্যন্ত আর্থিক খরচের দায়িত্ব বিএনপি নিয়েছে। একই সঙ্গে আলিফের বাবা জামাল উদ্দিনের ইচ্ছাপূরণে আলিফের নামে একটি মাদ্রাসাও গড়ে তোলার আশ্বাসও দেন তিনি।

গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর সার্সন রোডের বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ নাছির উদ্দিনের বাসায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে আলিফের বাবা জামাল উদ্দিনের সঙ্গে তাঁর নাতনি তাসকিয়া উপস্থিত ছিল। এ সময় জামাল উদ্দিনের হাতে আর্থিক অনুদানও তুলে দেন মীর হেলাল উদ্দিন।

এ বিষয়ে বিএনপি নেতা মীর হেলাল উদ্দিন বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আমরা আলিফের তিন বছরের মেয়ে তাসকিয়ার বিয়ে পর্যন্ত যাবতীয় দায়িত্ব নিচ্ছি।’

চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবারকে গতকাল বৃহস্পতিবার আর্থিক সহায়তা দেন বিএনপি নেতা মীর হেলাল। ছবি: আজকের পত্রিকা

একই সঙ্গে আলিফের বাবা জামাল উদ্দিনের ইচ্ছা অনুযায়ী আলিফের নামে এলাকায় একটি মাদ্রাসা গড়ে দেওয়ার দায়িত্বও বিএনপি পরিবারের পক্ষ থেকে নেওয়ার কথা জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, বাংলাদেশকে যারা নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চেয়েছে তারাই আলিফকে খুন করেছে।

এ বিষয়ে আলিফের বাবা জামাল উদ্দিন বলেন, ‘আমার ছেলেকে যারা হত্যা করেছে, তাদের উচিত বিচার ও ফাঁসি চাই। আর আমার ছেলের নামে একটি মাদ্রাসা করতে চাই। লোহাগাড়া চুনতিহাট ৯ নম্বর ওয়ার্ড আবদুল লতিফ শাহ মাজার এলাকায় এ মাদ্রাসা গড়ে তোলার ইচ্ছার আছে।’ ওই স্থানে বর্তমানে ৩০ জন শিক্ষার্থীর একটি হিফজখানা তিনি পরিচালনা করেন বলেও উল্লেখ করেন।

আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী বলেন, ‘আলিফ আমাদের সহযোদ্ধা। তার জন্য যা যা করা দরকার আমরা করব।’

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন ২৬ নভেম্বর বেলা ১১টার দিকে তাঁকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর জামিন নামঞ্জুর করা হয়। এরপর তাঁকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হলে বিক্ষোভ শুরু করেন তাঁর অনুসারীরা।

একপর্যায়ে পুলিশ, বিজিবি লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে সেটা সংঘর্ষে রূপ নেয়।

এর মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে (৩৫) মেথরপট্টি গলিতে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সাইফুল ইসলাম আলিফ লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম জালাল উদ্দিন। ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন সাইফুল। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান। উল্লিখিত ঘটনায় একটি হত্যা মামলাসহ এ পর্যন্ত ছয়টি মামলা হয়েছে।

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়