হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদ্‌যাপিত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া, আনোয়ারা ও বাঁশখালী উপজেলার কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদ্‌যাপিত হয়েছে। আজ রোববার এসব গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের আনুষ্ঠানিকতা করা হয়।

সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা হানাফি মাজহাব অনুসারে হজের পরের দিন ঈদুল আজহা উদ্‌যাপন করেছেন। দরবার শরিফের অনুসারীরা দুই শতাধিক বছর ধরে এই রীতি মেনে ঈদুল আজহা পালন করে আসছেন।

মির্জাখীল দরবারের অনুসারীরা জানান, আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ, বারখাইন, বরুমচড়া, খাসখামা, কাটাখালী ও রায়পুর এবং বাঁশখালী উপজেলার কালিপুর, চাম্বল, ডোংরা, শেখেরখীল, ছনুয়া ও পুঁইছড়ি গ্রামে আজ সকাল ৮টার দিকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে মির্জাখীল দরবার শরিফের খানকাহ মাঠে আজ সকাল সাড়ে ৯টার দিকে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এই নামাজে ইমামতি করেন মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান।

চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার বাইরে দেশের শতাধিক গ্রামেও ঈদের নামাজ শেষে পশু কোরবানি করা হয়।

ঈদ উদ্‌যাপনের বিষয়ে মির্জাখীল দরবার শরিফের শাহাজাদা মোহাম্মদ মছউদুর রহমান বলেন, ‘সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র হজের পরের দিনই ঈদুল আজহা পালন করে আসছি। আমরা হানাফি মাজহাবের অনুসারী হিসেবে দুই শতাধিক বছর ধরে এই রীতি পালন করছি।’

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ