হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদ্‌যাপিত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া, আনোয়ারা ও বাঁশখালী উপজেলার কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদ্‌যাপিত হয়েছে। আজ রোববার এসব গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের আনুষ্ঠানিকতা করা হয়।

সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা হানাফি মাজহাব অনুসারে হজের পরের দিন ঈদুল আজহা উদ্‌যাপন করেছেন। দরবার শরিফের অনুসারীরা দুই শতাধিক বছর ধরে এই রীতি মেনে ঈদুল আজহা পালন করে আসছেন।

মির্জাখীল দরবারের অনুসারীরা জানান, আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ, বারখাইন, বরুমচড়া, খাসখামা, কাটাখালী ও রায়পুর এবং বাঁশখালী উপজেলার কালিপুর, চাম্বল, ডোংরা, শেখেরখীল, ছনুয়া ও পুঁইছড়ি গ্রামে আজ সকাল ৮টার দিকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে মির্জাখীল দরবার শরিফের খানকাহ মাঠে আজ সকাল সাড়ে ৯টার দিকে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এই নামাজে ইমামতি করেন মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান।

চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার বাইরে দেশের শতাধিক গ্রামেও ঈদের নামাজ শেষে পশু কোরবানি করা হয়।

ঈদ উদ্‌যাপনের বিষয়ে মির্জাখীল দরবার শরিফের শাহাজাদা মোহাম্মদ মছউদুর রহমান বলেন, ‘সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র হজের পরের দিনই ঈদুল আজহা পালন করে আসছি। আমরা হানাফি মাজহাবের অনুসারী হিসেবে দুই শতাধিক বছর ধরে এই রীতি পালন করছি।’

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫