হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

মেয়েকে খাবার দিতে গিয়ে প্রাণ হারালেন মা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় সালমা (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত পৌনে ১০টার দিকে জেলা শহরের টিএ রোড রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত সালমা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসর নগর গ্রামের প্রবাসী সাদ্দাম মিয়ার স্ত্রী। তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরে মধ্যপাড়ায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। 

সালমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা যুবক সাইফুল ইসলাম বিপুল বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি আন্তনগর ট্রেন ঢাকায় যাচ্ছিল। এ সময় টিএ রোড রেল ক্রসিংয়ের গেটটি বন্ধ করে দেওয়া হয়। আমি রেলগেটের পাশে বড় চাচা ও ফুপাতো ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। এ সময় দেখতে পাই ট্রেন আসার ঠিক আগ মুহূর্তে রেললাইন পার হচ্ছেন তিনি। রেললাইনে একটি পা দেওয়ার পরপরই দ্রুত ট্রেনটি এসে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় পাশে ছিটকে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় আমরা তাঁকে উদ্ধার হাসপাতালে চিকিৎসা নিয়ে আসি। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। 

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোলায়মান মিয়া বলেন, নিহত নারীর মাথার পেছনে গুরুতর আঘাত প্রাপ্ত হওয়ায় কোমায় চলে যান। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। কিন্তু ঢাকায় নেওয়ার আগে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) মো. সালাউদ্দিন খান নোমান বলেন, নিহত নারী মেয়েকে মাদরাসায় খাবার দিতে যাচ্ছিলেন বলে জানতে পেরেছি। খবর পেয়ে আমরা হাসপাতালে পুলিশ পাঠিয়েছি।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল