হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দীদের উদ্ধারে সেনাবাহিনী ও কোস্ট গার্ড

পরশুরাম (ফেনী) প্রতিনিধি

কয়েক দিনের ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে প্লাবিত হয়েছে পরশুরাম উপজেলার প্রায় সব কটি গ্রাম। উপজেলাগুলোতে লাখো মানুষ পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে রয়েছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, টানা বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে জেলার মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি উপচে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মোবাইল, ইন্টারনেট সংযোগসহ বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। রাস্তাঘাট ও ফসলের মাঠ তলিয়ে গেছে, পুকুরের মাছ গেছে ভেসে। ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ আছে। 

স্থানীয়দের কাছ থেকে পরশুরামে একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার রাতে স্বেচ্ছাসেবী সংগঠন কয়েকটি ডিঙি নৌকায় পানিবন্দীদের উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য। উদ্ধারকাজে এগিয়ে এসেছে ফায়ার সার্ভিস। পরশুরাম, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 
 
পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে সেনাবাহিনী ও কোস্ট গার্ডের সহযোগিতা চাওয়া হয়েছে। এই আহ্বানে সাড়া দিয়ে সেনাবাহিনী ও কোস্ট গার্ড সদস্যরা আজ বুধবার সকালে কুমিল্লা থেকে স্পিডবোট নিয়ে রওনা হয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক শাহীনা আক্তার। 

জেলা প্রশাসন, পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, তিন উপজেলায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। 

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা বলেন, মঙ্গলবার রাত থেকে পানিতে আটকে পড়া লোকজনকে উদ্ধারের কাজ চলছে। পরশুরাম পাইলট হাইস্কুলে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আজ দুপুরের মধ্যে সেনাসদস্য ও কোস্ট গার্ড সদস্যরা উদ্ধারকাজ শুরু করবেন।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল