হোম > সারা দেশ > চট্টগ্রাম

হোটেলে ক্যামেরার লেন্স চুরি, কুবির ২ শিক্ষার্থীকে বহিষ্কার

কুবি প্রতিনিধি

আনাস আহমেদ ও শামীম ভূঁইয়া। ছবি: সংগৃহীত

ক্যামেরার লেন্স চুরির অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের আইন বিভাগ শিক্ষার্থী আনাস আহমেদ ও শামীম ভূঁইয়া।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর মধ্যে আনাস আহমেদকে এক বছরের জন্য বহিষ্কার ও আবাসিক হলের সিট বাতিল এবং শামীম ভূঁইয়াকে সাময়িকভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া তাঁর ব্যাপারে পরিপূর্ণ সিদ্ধান্ত নিতে আগামীকাল সিন্ডিকেটে আলোচনা করা হবে বলে জানা গেছে।  

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, গণমাধ্যমে আনাসকে নিয়ে রিপোর্ট হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট হয়েছে।

এ ছাড়া তাঁর চুরির সত্যতা পাওয়া গেছে। ফলে তাঁকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় ও হল থেকে বহিষ্কার করা হয়েছে। আর শামীমের ব্যাপারে শৃঙ্খলা বোর্ড বহিষ্কারের সুপারিশ করেছে। আগামীকাল বিষয়টি সিন্ডিকেটে আলোচনা হবে।

এ ব্যাপারে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, শৃঙ্খলা বোর্ড দুটি সিদ্ধান্তের সুপারিশ করেছে। এখনো সাইন হয়নি পেপারে। আগামীকাল সিন্ডিকেটে ফাইনাল হবে বিষয়টি।

উল্লেখ্য, ২৫ এপ্রিল কুমিল্লার একটি অভিজাত হোটেল থেকে ক্যামেরার লেন্স চুরি করেন আনাস ও শামীম। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে এর সত্যতাও পাওয়া যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ওই দিন রাতে কয়েকজন বহিরাগত এসে ক্যাম্পাসে আনাসকে মারধরও করে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত