হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে ২ লাখ ৫৫ হাজার ইয়াবা ফেলে পালাল দুই পাচারকারী

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে ২ লাখ ৫৫ হাজার ইয়াবা জব্দ করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার রাতে নাফ নদী দিয়ে পাচার হয়ে আসার সময় সাবরাং এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়। এ সময় দুই মাদক পাচারকারী এসব ইয়াবা ফেলে পালিয়ে যায় বলে জানায় বিজিবি।

টেকনাফ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

মহিউদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং বিওপি ফাঁড়ির আচারবুনিয়া এলাকা দিয়ে পাশের দেশ মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশে ঢোকার খবর পেয়ে বিজিবির একটি দল সেখানে অবস্থান নেয়। গভীর রাতে দুই ব্যক্তি দুটি প্লাস্টিকের ব্যাগ কাঁধে নিয়ে নাফ নদী পার হয়ে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ে।

বিজিবির ওই কর্মকর্তা বলেন, এ সময় বিজিবির টহল দল থামার সংকেত দিলে মাদক কারবারিরা বস্তা দুটি ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে দুটি বস্তা থেকে ২ লাখ ৫৫ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫