হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে ২ লাখ ৫৫ হাজার ইয়াবা ফেলে পালাল দুই পাচারকারী

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে ২ লাখ ৫৫ হাজার ইয়াবা জব্দ করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার রাতে নাফ নদী দিয়ে পাচার হয়ে আসার সময় সাবরাং এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়। এ সময় দুই মাদক পাচারকারী এসব ইয়াবা ফেলে পালিয়ে যায় বলে জানায় বিজিবি।

টেকনাফ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

মহিউদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং বিওপি ফাঁড়ির আচারবুনিয়া এলাকা দিয়ে পাশের দেশ মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশে ঢোকার খবর পেয়ে বিজিবির একটি দল সেখানে অবস্থান নেয়। গভীর রাতে দুই ব্যক্তি দুটি প্লাস্টিকের ব্যাগ কাঁধে নিয়ে নাফ নদী পার হয়ে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ে।

বিজিবির ওই কর্মকর্তা বলেন, এ সময় বিজিবির টহল দল থামার সংকেত দিলে মাদক কারবারিরা বস্তা দুটি ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে দুটি বস্তা থেকে ২ লাখ ৫৫ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত