হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহর থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের পশ্চিম বাহারছড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিশাত তাসনীম নিহার (১৯) চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের চা-বাগান এলাকার ছৈয়দ আহম্মদের মেয়ে। তিনি আন্তর্জাতিক সংস্থা ইউএনডিপির কক্সবাজার কার্যালয়ের আইএসএস গার্ড কোম্পানির নিরাপত্তা কর্মী ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, তাসনীম নিহার পশ্চিম বাহারছড়া এলাকার আব্দুল গফুরের ভাড়া বাসায় একা থাকতেন। গতকাল রাতে স্থানীয়রা ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পায়। এ সময় তাঁর ঘরের দরজা খোলা ছিল। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। তবে দরজা খোলা থাকায় বিষয়টি হত্যা না  আত্মহত্যা, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। 

স্থানীয়দের বরাত দিয়ে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘নিহত তরুণীর সঙ্গে স্থানীয় এক তরুণের প্রেম চলছিল। সম্প্রতি তাঁদের সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছিল। তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা, সে বিষয়ে এখনো কিছু নিশ্চিত হওয়া যায়নি।’ 

ওসি আরও বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত