কাপ্তাই উপজেলায় একদিনে রেকর্ড সর্বোচ্চ ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের ফোকাল পারসন ডা. ওমর ফারুক রনি। এর মধ্যে ২২ জন রয়েছে কাপ্তাই সেনাবাহিনীর সদস্য।
গত রোববার রাত ৯টায় রাঙামাটির পিসিআর ল্যাব হতে আসা রিপোর্টে এই ৪৬ জনের করোনা পজিটিভ আসে। এদিন কাপ্তাই হতে ৮৭টি নমুনা পাঠানো হয়েছিল। এর আগে গত ২৮ জুলাই কাপ্তাইয়ে সর্বোচ্চ ২৭ জনের করোনা শনাক্ত হয়।
রোববার রিপোর্টে আসা করোনা আক্রান্তদের মধ্যে ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের বারঘোনিয়া, কেপিএম, উপজেলা সদর ও মিশন এলাকা এবং ২নং রাইখালী ইউনিয়ন এবং ৪নং কাপ্তাই ফরেস্ট এলাকার বাসিন্দারা রয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডা. ওমর ফারুক রনি।
এই নিয়ে কাপ্তাইয়ে সর্বমোট করোনা শনাক্ত হলো ৪৭৯ জন। সুস্থ ৩২৫। মৃত্যু ৩।