হোম > সারা দেশ > চট্টগ্রাম

ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ: মূল ফটকের বাইরে নবীনদের বরণ করল কুবি ছাত্রদল

কুবি প্রতিনিধি

কুবির মূল ফটকের বাইরে নবীনদের বরণ করল কুবি ছাত্রদল। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি নবীন শিক্ষার্থীদের মূল ফটকের বাইরে ফুল দিয়ে বরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকায় আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে এই কার্যক্রম পরিচালনা করেন তাঁরা।

এ সময় গেটের বাইরের অবস্থান সম্পর্কে ছাত্রদলের নেতারা বলেন, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকার সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে তাঁরা বাইরে দলীয় কার্যক্রম পরিচালনা করেছেন।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা জমায়েত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে ফুল ও পানি দিয়ে দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের বরণ করে নেন। এ সময় দলের নেতা-কর্মীদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে দেখা যায়।

এর আগে গত ৮ আগস্ট শততম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব ধরনের দলীয় ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রশাসনের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ক্যাম্পাসে মেইন গেটের বাইরে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেছি। আমরা চাই না আমাদের কার্যক্রম নিয়ে ক্যাম্পাসে কোনো প্রকার বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হোক।’

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক