হোম > সারা দেশ > চট্টগ্রাম

ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ: মূল ফটকের বাইরে নবীনদের বরণ করল কুবি ছাত্রদল

কুবি প্রতিনিধি

কুবির মূল ফটকের বাইরে নবীনদের বরণ করল কুবি ছাত্রদল। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি নবীন শিক্ষার্থীদের মূল ফটকের বাইরে ফুল দিয়ে বরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকায় আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে এই কার্যক্রম পরিচালনা করেন তাঁরা।

এ সময় গেটের বাইরের অবস্থান সম্পর্কে ছাত্রদলের নেতারা বলেন, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকার সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে তাঁরা বাইরে দলীয় কার্যক্রম পরিচালনা করেছেন।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা জমায়েত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে ফুল ও পানি দিয়ে দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের বরণ করে নেন। এ সময় দলের নেতা-কর্মীদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে দেখা যায়।

এর আগে গত ৮ আগস্ট শততম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব ধরনের দলীয় ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রশাসনের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ক্যাম্পাসে মেইন গেটের বাইরে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেছি। আমরা চাই না আমাদের কার্যক্রম নিয়ে ক্যাম্পাসে কোনো প্রকার বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হোক।’

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম