হোম > সারা দেশ > চট্টগ্রাম

ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ: মূল ফটকের বাইরে নবীনদের বরণ করল কুবি ছাত্রদল

কুবি প্রতিনিধি

কুবির মূল ফটকের বাইরে নবীনদের বরণ করল কুবি ছাত্রদল। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি নবীন শিক্ষার্থীদের মূল ফটকের বাইরে ফুল দিয়ে বরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকায় আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে এই কার্যক্রম পরিচালনা করেন তাঁরা।

এ সময় গেটের বাইরের অবস্থান সম্পর্কে ছাত্রদলের নেতারা বলেন, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকার সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে তাঁরা বাইরে দলীয় কার্যক্রম পরিচালনা করেছেন।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা জমায়েত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে ফুল ও পানি দিয়ে দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের বরণ করে নেন। এ সময় দলের নেতা-কর্মীদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে দেখা যায়।

এর আগে গত ৮ আগস্ট শততম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব ধরনের দলীয় ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রশাসনের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ক্যাম্পাসে মেইন গেটের বাইরে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেছি। আমরা চাই না আমাদের কার্যক্রম নিয়ে ক্যাম্পাসে কোনো প্রকার বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হোক।’

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা