হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে সেনাবাহিনী ও ইউপিডিএফের বন্দুকযুদ্ধ, আটক ৩

রাঙামাটি প্রতিনিধি 

অভিযানে উদ্ধার অস্ত্র, গুলিসহ সরঞ্জাম। ছবি: সংগৃহীত

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের জীবতলী মোনপাড়া এলাকায় সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ প্রসীত গ্রুপের সশস্ত্র সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সেনাসদস্য মো. তরিকুজ্জামান খান গুলিবিদ্ধ হন। একই অভিযানে ইউপিডিএফের তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। এক বিবৃতিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

রাঙামাটি সদর জোনের সেনা সূত্র জানায়, রাঙামাটি সদর জোন ৬০ ইবির ক্যাপ্টেন আসিফ হাসান শোভনের নেতৃত্বে একটি টহল দল আজ মঙ্গলবার ভোরে ফুরোমোন বেল্টের জীবতলী মোনপাড়া এলাকায় অভিযানে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ইউপিডিএফ প্রসীতের সশস্ত্র সদস্যরা। পাল্টা গুলি ছোড়েন সেনাসদস্যরা। এতে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়।

গোলাগুলির ঘটনায় সেনাবাহিনীর সৈনিক মো. তরিকুজ্জামান খান হাতের আঙুলে গুলিবিদ্ধ হন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে চট্টগ্রামে নেওয়া হয়। গোলাগুলি শেষে সেনাসদস্যরা তিন ইউপিডিএফ সদস্যকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি এসএমজি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মনসুখ চাকমা, সিন্ধু মনি চাকমা ও অন্তর চাকমা।

অভিযানে উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে একটি ম্যাগাজিন, একটি এসএমজির রিসিভার কভার, একটি কাউন্টার রিকয়েল মেকানিজম স্প্রিং, ৪৭টি গুলি, ৫২টি খালি খোসা,৪টি মোবাইল ফোন ও ২টি আইডি কার্ড।

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত