হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে সেনাবাহিনী ও ইউপিডিএফের বন্দুকযুদ্ধ, আটক ৩

রাঙামাটি প্রতিনিধি 

অভিযানে উদ্ধার অস্ত্র, গুলিসহ সরঞ্জাম। ছবি: সংগৃহীত

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের জীবতলী মোনপাড়া এলাকায় সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ প্রসীত গ্রুপের সশস্ত্র সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সেনাসদস্য মো. তরিকুজ্জামান খান গুলিবিদ্ধ হন। একই অভিযানে ইউপিডিএফের তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। এক বিবৃতিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

রাঙামাটি সদর জোনের সেনা সূত্র জানায়, রাঙামাটি সদর জোন ৬০ ইবির ক্যাপ্টেন আসিফ হাসান শোভনের নেতৃত্বে একটি টহল দল আজ মঙ্গলবার ভোরে ফুরোমোন বেল্টের জীবতলী মোনপাড়া এলাকায় অভিযানে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ইউপিডিএফ প্রসীতের সশস্ত্র সদস্যরা। পাল্টা গুলি ছোড়েন সেনাসদস্যরা। এতে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়।

গোলাগুলির ঘটনায় সেনাবাহিনীর সৈনিক মো. তরিকুজ্জামান খান হাতের আঙুলে গুলিবিদ্ধ হন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে চট্টগ্রামে নেওয়া হয়। গোলাগুলি শেষে সেনাসদস্যরা তিন ইউপিডিএফ সদস্যকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি এসএমজি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মনসুখ চাকমা, সিন্ধু মনি চাকমা ও অন্তর চাকমা।

অভিযানে উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে একটি ম্যাগাজিন, একটি এসএমজির রিসিভার কভার, একটি কাউন্টার রিকয়েল মেকানিজম স্প্রিং, ৪৭টি গুলি, ৫২টি খালি খোসা,৪টি মোবাইল ফোন ও ২টি আইডি কার্ড।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক