হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় ছোট ভাইকে হত্যার অভিযোগে নারীসহ গ্রেপ্তার তিন

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

নিহত সালামত আলী। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় ঘরের পানির পাইপলাইন স্থাপন নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে রডের আঘাতে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই ও তাঁর পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় ওই পরিবারের নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের নাম সালামত আলী (৫২), তিনি মৃত ছিদ্দিক আহমদের ছেলে। মারধরের সময় আহত হয়েছেন নিহতের স্ত্রী শামীমা আকতার (৪০), মেয়ে কুলছুমা আকতার জুনি (২৩) ও হাবিবা আকতার রেশ্মী (১৪)।

ঘটনার পর শামীমা আকতার বাদী হয়ে আনোয়ারা থানায় রহমত আলী (৬০), সাজিয়া বেগম (৪৫), রুবেল (৩২), এমরান (২৮) ও আরাফাতকে (২০) আসামি করে মামলা করেছেন। পুলিশ সাজিয়া বেগম, তাঁর ছেলে এমরান ও রুবেলকে গ্রেপ্তার করেছে।

নিহতের স্ত্রী শামীমা আকতার বলেন, ‘বসতঘরের পানি চলাচলের পাইপলাইন স্থাপন নিয়ে আমার ভাশুর রহমত আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে আমরা আনোয়ারা সেনাক্যাম্পে অভিযোগ করলে মঙ্গলবার সেনাক্যাম্পে উভয় পক্ষের সালিস শেষে ঘরে ফেরার পথে ভাশুর রহমত আলী ও তার পরিবারের সদস্যরা লোহার রড নিয়ে আমার স্বামীর ওপর হামলা করে। এ সময় আমরা এগিয়ে গেলে আমাদের ওপরও হামলা করে। পরে আহত অবস্থায় স্থানীয়রা স্বামীকে আনোয়ারা মেডিকেলে ও পরে চট্টগ্রাম মেডিকেলে নিলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘এ ঘটনায় নিহতের স্ত্রীর দায়ের করা মামলায় নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান