হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

ছাত্রলীগ থেকে অব্যাহতি চেয়ে পোস্ট, ২ ঘণ্টা পর আইডি হ্যাক হওয়ার দাবি

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ফরহাদ উদ্দিন রাশেদ দলীয় পদ থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে অব্যাহতি নেওয়ার দুই ঘণ্টা পর জানালেন, তাঁর আইডি হ্যাক হয়েছিল। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে অব্যাহতি চেয়ে পোস্ট দেওয়ার পর রাত সাড়ে ১১টার দিকে আইডি হ্যাক হয়েছে দাবি করে পোস্ট দেন তিনি।

তবে মডেল ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ফরহাদ উদ্দিন রাশেদের আইডি হ্যাক হয়নি বলে দাবি করেন পৌর ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান শান্ত। তিনি বলেন, ‘আপনারা নিউজ করতে পারেন। পারিবারিক কিছু সমস্যার কারণে তিনি তাঁর পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন, এটাই সত্য।’

এদিকে এ ঘটনায় ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গতকাল বুধবার রাত ৯.২২ মিনিটে নিজের ফেসবুক আইডিতে (রাশেদ রেদোয়ান) ব্যক্তিগত কারণ দেখিয়ে অব্যাহতি চেয়ে রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজ ছাত্রলীগের প্যাডে ফরহাদ উদ্দিন রাশেদ স্বাক্ষরিত একটি আবেদন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে পোস্ট করেন।

তিনি লিখেন, ‘আমি ফরহাদ উদ্দিন রাশেদ দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছি। বর্তমানে আমি রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি আমার ব্যক্তিগত কারণে আমার বর্তমান পদ থেকে অব্যাহতি চাচ্ছি।’

এ বিষয়ে জানতে চাইলে রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ফরহাদ উদ্দিন রাশেদ বলেন, ‘কারও প্রতি আমার কোনো অভিযোগ বা অভিমান নেই। আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। আমি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছি।’

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেন ভূঁইয়া বলেন, ‘দল থেকে ফরহাদ উদ্দিন রাশেদের অব্যাহতির বিষয়টি আমি অবগত নই। এ ব্যাপারে এখনো কোনো চিঠিও পাইনি। তবে ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী যে কেউ পদত্যাগ বা অব্যাহতি নিতে পারেন।’

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু