হোম > সারা দেশ > চট্টগ্রাম

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় ট্রলি চালকের পা বিচ্ছিন্ন

প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের লোহাগাড়ায় গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলি চালক মো. জসিম উদ্দিনের (৪২) পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের গোলামবারী হাজী পাড়ার জুহি মেটাল অ্যান্ড স্টিল হাউসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

আহত ট্রলি চালক মো. জসিম উদ্দিন উপজেলার পদুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জিন্নাত আলী পাড়ার আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজারমুখী গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক ও বিপরীতমুখী বটতলী স্টেশন থেকে আসা খালি ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলি গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রলি চালক গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলে ট্রলি চালকের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস সাংবাদিকদের জানান, সড়ক দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া গুরুতর আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাক ও ট্রলি হাইওয়ে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। ট্রাক চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। ঘটনার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। 

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে