হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

২৩ সেকেন্ডে ২১ বার বেত্রাঘাত শিশু শিক্ষার্থীকে

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রথম ২৩ সেকেন্ড পর্যন্ত শিশুটিকে মারতে দেখা গেছে শিক্ষককে। ছবি: ভিডিও থেকে নেওয়া

লক্ষ্মীপুরে একটি মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বেদম প্রহার করেছেন শিক্ষক। এ ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভাইরাল)। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে ছড়িয়ে পড়া ভিডিওটি ৩৫ সেকেন্ডের। এর মধ্যে প্রথম ২৩ সেকেন্ড পর্যন্ত শিশুটিকে মারতে দেখা গেছে শিক্ষককে। ওই ২৩ সেকেন্ডে শিশুটিকে ২১ বার বেত্রাঘাত করা হয়।

ভিডিওতে দেখা যায়, চেয়ারে এক পা তুলে বেত হাতে ক্রমাগত শিশু শিক্ষার্থীকে পিটিয়ে চলেছেন এক শিক্ষক। তিনি শিশুটিকে পেটাতে পেটাতেই কান ধরে ওঠবস করতে বলেন। এর পরও নিস্তার মেলেনি। যখন শিশুটি কান ধরে ওঠবস করছিল, তখনো তিনি তাকে পেটাচ্ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের আলীপুর নুরানী মাদ্রাসার। শিশুটি সেখানে হিফজ বিভাগে পড়ে। বয়স মাত্র আট বছর। পিটুনির এই ভিডিও ছড়ানোর পর অনেকেই অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি করেছেন।

ঘটনাটি ওই মাদ্রাসার আশপাশের বাসিন্দা, থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে ঘটনাটি কবের, তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। অভিযুক্ত শিক্ষকের নাম-পরিচয়ও জানা যায়নি। মাদ্রাসাটির অধ্যক্ষের নম্বরে কল করে বন্ধ পাওয়া গেছে।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) মো. আকতার হোসেন বলেন, ‘ভিডিওতে যেভাবে বেত্রাঘাত করতে দেখেছি, তা অমানবিক। ওই শিক্ষক চরম অন্যায় করেছেন। ঘটনাটি খোঁজখবর নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

এর আগে গত মঙ্গলবার জেলা শহরের আল মঈন ইসলামী একাডেমীতে হিফজ বিভাগের শিক্ষার্থীকে নির্যাতনের হত্যা করার অভিযোগ ওঠে। সেই ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে আটজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় শিক্ষক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি