হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে নিহত শ্রমিকদের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত শ্রমিকদের পরিবারকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (৪ মে) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।

ওই ঘটনায় কেন বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে এ হাইকোর্ট বেঞ্চ সরকারের প্রতি রুল জারি করেছে। একই সাথে ওই ঘটনায় পুলিশ ও জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদন, আহতদেও চিকিৎসার সর্বশেষ তথ্য হাইকোর্টে দাখিল ও শ্রমিকদের নিরাপত্তা বিধানের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের গুলিতে নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে ছয়টি সংগঠনের পৃথক দুইটি রিট আবেদনের প্রাথমিক শুনানিতে হাইকোর্ট এই আদেশ দেন।

প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল সকালে বাঁশখালীর পশ্চিম বড়ঘোনায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে পাঁচজন শ্রমিক নিহত হন, আহত হন আরও অনেকে। এ ঘটনায় বাঁশখালী থানায় দুটি মামলা হয়েছে।

এ ঘটনায় গত ২৮ এপ্রিল পাঁচটি মানবাধিকার সংগঠন যৌথভাবে একটি রিট আবেদন করে। সংগঠন পাঁচটি হচ্ছে– বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (বাস্ট), নিজেরা করি, সেফটি অ্যান্ড রাইটস এবং অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)। এর আগে আইন ও সালিশ কেন্দ্র আলাদা একটি রিট করে।

গত ২ মার্চ হাইকোর্টের এই ভার্চুয়াল বেঞ্চ ৫ মে শুনানির দিন ধার্য করেন। আদালতে আজ পাঁচ সংগঠনের করা রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রিজওয়ানা হাসান। আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জেড আই খান পান্না।

হাইকোর্টের আদেশের পর অ্যাডভোকেট জেড আই খান পান্না সাংবাদিকদের বলেন, বাঁশখালিতে পুলিশের গুলিতে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে আপাতত পাঁচ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে রুল জারি করা হয়েছে। ওই ঘটনায় গঠিত দুটি তদন্ত কমিটির প্রতিবেদন আগামী ৪৫ দিনের মধ্যে দাখিল করতে বলা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া আহতদের চিকিৎসার বিষয়েও একই সময়ের মধ্যে জানাতে বলেছেন আদালত। তিনি আরও বলেন, আমরা নিহতদের পরিবারকে তিন কোটি ও আহতদেরকে দুই কোটি টাকা ক্ষতিপূরণের দাবিতে রিট করেছি।

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের