চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় টিভি চালাতে গিয়ে ছেঁড়া তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
গৃহবধূর নাম মনি আক্তার (২৭)। তিনি ওই এলাকার আইয়ুব খানের পুত্র মো. পারভেজের স্ত্রী। নিহত গৃহবধূ মনির সাড়ে চার বছর বয়সী এক কন্যা ও দেড় বছর বয়সী এক পুত্রসন্তান রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মাহবুবুল আলম জানান, মঙ্গলবার রাতে টিভি দেখার জন্য প্লাগ লাগাতে গিয়েছিলেন গৃহবধূ মনি। এ সময় একটি ছেঁড়া বৈদ্যুতিক তারে হাত জড়িয় যায় তাঁর। এতে বিদ্যুতায়িত হয়ে অজ্ঞান হয়ে যান তিনি। এ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।