হোম > সারা দেশ > চট্টগ্রাম

আওয়ামী লীগের অত্যাচার, গুম-খুনের সহায়তা করেছে ভারত: সেলিমা রহমান

কুমিল্লা প্রতিনিধি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, শেখ হাসিনা এ দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছেন। গত ১৫ বছর ধরে আওয়ামী লীগের অত্যাচার, গুম-খুনের সহায়তা করেছে ভারত। তাদের অত্যাচার ও নির্যাতনের কারণে বিএনপি নেতা-কর্মীরা ঘরে ঘুমাতে পারেননি। একেকজন নেতা-কর্মীর নামে শত শত মিথ্যা মামলা দিয়েছে। 

আজ রোববার বিকেলে চান্দলা স্কুল মাঠে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি আয়োজিত জনসভা ও বন্যার্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সেলিমা রহমান বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগকে সমর্থন দিয়ে ডুমরি বাঁধ ছেড়ে আমাদের ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ অনেক জেলাকে ভাসিয়ে দিয়েছে ভারত। বন্যার পানিতে ডুবে কষ্ট পেয়েছে আমাদের দেশের মানুষ। আওয়ামী লীগকে বিতাড়িত করেছে এই দেশের ছাত্র–জনতা। নেপথ্য বিএনপির নেতা–কর্মীরা ভূমিকা রেখেছেন। এখন সময় এসেছে ধানের শীষকে বিজয়ী করতে হবে।’ 

সেলিমা রহমান বলেন, ছয় হাজার কিলোমিটার দূর থেকে তারেক রহমান প্রতি মুহূর্ত বন্যার্ত মানুষের খোঁজখবর রাখছেন। তাঁর ডাকে বিএনপির নেতা–কর্মীরা সর্বশক্তি দিয়ে বন্যার্ত মানুষের সহযোগিতা করেছেন। এমন দৃষ্টান্ত উদাহরণ হয়ে থাকবে। 

এ সময় আরও বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় বিএনপির স্বনির্ভর সম্পাদক শিরিন সুলতানা, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব জসিম উদ্দিন জসিম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য বিলকিস আক্তার, সাবেরা আলাউদ্দিন, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম খোকন, সাংগঠনিক সম্পাদক আমীর হোসেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপু প্রমুখ।

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি