হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ার ৩ ইউপির ৪ কেন্দ্রে পুনরায় ভোট সোমবার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে স্থগিত হওয়া পটিয়ার তিনটি ইউনিয়নের চারটি ভোটকেন্দ্রের নির্বাচন আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। গত ২৬ ডিসেম্বর ভোটের দিন অনিয়ম ও আইনশৃঙ্খলায় বিঘ্ন সৃষ্টির কারণে এসব ভোটকেন্দ্রের ফলাফল স্থগিত রাখা হয়। 

গত বুধবার ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে স্থগিত ভোটকেন্দ্রগুলোর পুনর্নির্বাচন ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। 

কেন্দ্রগুলো হলো, উপজেলার কচুয়াই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সীতাবিধু সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, ছনহরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধাউরডেঙ্গা সারদা চরন উচ্ বিদ্যালয় ভোটকেন্দ্র, স্বল্পব্যয়ী রমেশ স্মৃতি পাঠাগার ভোটকেন্দ্র ও জিরি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাঁইদার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। 

চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ভোটকেন্দ্রে অনিয়ম ও বিশৃঙ্খলার বিষয়ে দুটি ভোটকেন্দ্র নির্বাচনের দিন স্থগিত করা হয়। পরে স্বতন্ত্র প্রার্থী আরও তিনটি ভোটকেন্দ্রের বিষয়ে অভিযোগ আনলে নির্বাচন কমিশন তদন্ত করার জন্য আমাকে দায়িত্ব দেন। তদন্ত কার্যক্রম শেষে নির্বাচনের কাজে নিয়োজিত দুটি অংশের বক্তব্য গ্রহণ করা হয়েছে। সবার বক্তব্য গ্রহণ করে ইসির কাছে প্রতিবেদন দাখিল করার পর আইনি আর কোনো জটিলতা না থাকায় ৭ ফেব্রুয়ারি স্থগিত ভোটকেন্দ্রগুলোর পুনর্নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। 

পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোছাইনী বলেন, উপজেলার জিরি, কচুয়াই ও ছনহরা ইউনিয়নের চারটি ভোটকেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে সোমবার। ছনহরার ঘটনায় ইসির গঠিত তদন্ত দল তদন্ত কার্যক্রম শেষে প্রতিবেদন দাখিল করে। আইনি আর কোনো জটিলতা না থাকায় স্থগিত ভোটকেন্দ্রগুলোর পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। 

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল