প্রতিনিধি
কুতুবদিয়া (কক্সবাজার) : কক্সবাজারের কুতুবদিয়ায় সমুদ্র থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কুতুবদিয়া থানা–পুলিশ।
আজ শনিবার সকাল ১০টায় উপজেলার লেমশীখালী ইউনিয়নের দক্ষিণ লেমশীখালী সমুদ্রের কিনারায় ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে কুতুবদিয়া থানা-পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।