হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা আশ্রয়শিবিরে পুলিশের সঙ্গে গোলাগুলি, আরসার শীর্ষ নেতা নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরের ১৭ নম্বর ক্যাম্পে পুলিশের সঙ্গে গোলাগুলিতে আরসার এক শীর্ষ নেতা নিহত হয়েছেন। আজ সোমবার ভোর ৫টায় উপজেলার কুতুপালং এলাকায় এ ঘটনা ঘটেছে। রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদ বলেন, মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি ও পুলিশের গুলিবিনিময় হয়। এতে হুসেন মাঝি নামে আরসার শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন। হুসেন মাঝি একাধিক হত্যা মামলার আসামি। 

সৈয়দ হারুন অর রশীদ জানান, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, ওয়াকিটকি, মোবাইল, একাধিক মোবাইলের সিম উদ্ধার করা হয়। সেখানে সন্ত্রাসীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

উল্লেখ্য, গত শুক্রবার উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৮ নম্বর ক্যাম্পে গোলাগুলিতে পাঁচ আরসা সদস্য নিহত হয়েছেন। একই দিন পাশের ১১ নম্বর ক্যাম্পে রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা করা হয়। এর আগের দিন বৃহস্পতিবার ১ নম্বর ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের এ/ ৯ ব্লকের এবাদুল্লাহ (৩০) নামে সাব-মাঝিকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু