বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালীতে বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা-পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রিজে সিএনজি অটোরিকশা থামিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৪ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন কক্সবাজার জেলার কুতুবদিয়ার মগডেইল এলাকার মৃত কবির আহমদের ছেলে মো. ইলিয়াস (৪০), চকরিয়ার কোটাখালী এলাকার মৃত সাকের মিয়ার ছেলে নজু মিয়া (৪৫), কক্সবাজার জেলার রামু এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে জসিম (১৮), ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে দারাজুল ইসলাম (৪৫) এবং একই এলাকার নিশাব উদ্দিনের ছেলে রেজাউল করিম (৪৪)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার উপ-পরিদর্শক প্রদীপ চক্রবর্তী জানিয়েছেন, বাঁশখালী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।