১২ দফা দাবিতে এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলে তালা ঝুলিয়েছেন শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপের একাংশের নেতা-কর্মীরা।
আজ সোমবার বেলা ১১টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা হলের ফটক ও বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দেন। পরে প্রক্টরিয়াল বডি ও প্রাধ্যক্ষের আশ্বাসে বেলা ১টার দিকে তালা খোলা হয়।
এর আগে গত বৃহস্পতিবার হলের বিভিন্ন সমস্যা সমাধানে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে আলাওল হলের ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন বিজয় গ্রুপের অন্য অংশের নেতা-কর্মীরা।
এ বিষয়ে জানতে চাইলে বিজয় গ্রুপের একাংশের নেতা সাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘১২ দফা দাবিতে বেলা ১১টার দিকে আমরা সোহরাওয়ার্দী হলে তালা দিয়েছি। পরে প্রক্টরিয়াল বডি ও প্রাধ্যক্ষের এক মাসের আশ্বাসে তালা খুলে দেওয়া হয়।’
সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ ড. শিপক কৃষ্ণ দেব নাথ আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের দাবিগুলো যৌক্তিক। সমস্যা সমাধানের জন্য আমরা তাগাদা দিয়ে যাচ্ছি। তাদের আশ্বস্ত করেছি দ্রুত তাদের দাবি বাস্তবায়ন করা হবে।’