হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে ২ জনকে জরিমানা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের রাউজানে কৃষিজমি থেকে মাটি কাটার ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার রাতে দক্ষিণ হিংগলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

স্থানীয় লোকজন জানান, রাউজান পৌরসভার নয় ওয়ার্ডের কাজীপাড়া, রশিদরপাড়া, জয়নগর বড়ুয়াপাড়া, আইলীখীল, মেলুয়া এলাকায় কৃষিজমি ও পাহাড় টিলা কেটে সমতল ভূমিতে পরিণত করেছে মাটি কাটা চক্র। সন্ধ্যার পর থেকে শুরু হয় মাটি কাটা। পরিবহনের সময় শত শত ট্রাক থেকে মাটি পড়ে গ্রামীণ সড়ক নষ্ট হয়ে যাচ্ছে। আর সারা রাত মাটি পরিবহনের কারণে গাড়ির শব্দে মানুষের ঘুমের ব্যাঘাত হয়। এ অবস্থায় হালকা বৃষ্টি হলেই সড়কে যান চলাচল অনুপযোগী হয়ে পড়বে।

উপজেলার দক্ষিণ হিংগলায় পানি চলাচলের পথ আটকে মাটি ভরাট করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তাঁরা এ বিষয়ে একাধিকবার সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমাকে জানান। এই অভিযোগ পেয়ে অংছিং মারমা গতকাল বুধবার রাতে অভিযান পরিচালনা করেন।

অংছিং মারমা জানান, দক্ষিণ হিংগলায় অভিযান চালিয়ে মাটিভর্তি ট্রাক আটক করা হয়। অভিযানের খবর শুনে মাটিভর্তি কয়েকটি ট্রাক সড়কে মাটি ফেলে পালিয়ে যায় এবং এর সঙ্গে জড়িত চক্র মাটি কাটা বন্ধ করে।

অংছিং মারমা আরও জানান, অভিযানে দক্ষিণ হিংগলায় পানি চলাচলের পথ বন্ধ করে কৃষিজমি ভরাট করায় কবির আহমেদ নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা এবং আটক মাটিভর্তি ট্রাকচালক মোরশেদুল আলম হৃদয়কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির