হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে নারীকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর গ্রামে খুলচুমা বেগম (৫৫) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের স্থানীয় এক নেতার বিরুদ্ধে। গতকাল সোমবার বিকেলে গ্রামের খান মোহাম্মদ পাড়া মসজিদের পাশে এ ঘটনা ঘটে। আহত খুলছুমা ওই পাড়ার মৃত আফজল আহমদের মেয়ে।

অভিযুক্ত নেতার নাম নজরুল খান। তিনি ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। 

আহত ব্যক্তির ভাই প্রবাসী মোহাম্মদ রফিক জানান, ‘আমার বোন ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন। ঘটনার দিন বিকেলে তাঁকে আমাদের বাগান থেকে কাঁঠাল আনতে পাঠাই। পথে নজরুল খান আমার বোনকে বিএনপি বলে উত্ত্যক্ত করেন। এ সময় আমার বোন তাকে গালিগালাজ করতে থাকলে নজরুল খান আমার বোনকে গাছের বাটাম দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। একপর্যায়ে তাঁর মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়। পরে সেখান থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় আব্দুল মনাএম মেডিকেলে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়।’ 

স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুজ্জামান বলেন, ‘ওই নারীকে মারধরের বিষয়টি আমাকে জানিয়েছেন। আমি তাঁকে উন্নত চিকিৎসার জন্য মেডিকেলে নিতে বলেছি। পরে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’ 

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জামালউদ্দিন বলেন, ওই নারীকে মারধরের বিষয়টি জেনেছি। অভিযোগ প্রমাণিত জলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 

অভিযুক্ত ছাত্রলীগ নেতা নজরুল খান বলেন, ‘ওই নারী আমাকে উদ্দেশ্য করে গালিগালাজ করছিল। এ ছাড়া তাঁর কারণে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তাই তাকে আঘাত করেছি। তবে মাথা ফেটে যাবে ভাবিনি।’ 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ ইবনে আনোয়ার বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ 

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ