হোম > সারা দেশ > চট্টগ্রাম

আমার ইন্ধনে ইটভাটা দখল করার অভিযোগটি মিথ্যা: এমপি নদভী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইটভাটা দখলের অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন স্থানীয় সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী। আজ রোববার আজকের পত্রিকাকে তিনি এ কথা বলেন।  নদভী বলেন, ‘আমার ইন্ধনে ইটভাটা দখল করার অভিযোগটি মিথ্যা। সেখানে আমার কোনো লোক যায়নি। এই ইটভাটাটি যাঁর, তিনিই তাঁর সম্পদ বুঝে নিয়েছেন।’ 

গতকাল শনিবার চট্টগ্রাম নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন শাহ মজিদিয়া ব্রিকস (এসএমবি) নামে একটি ইটভাটার মালিক কামালউদ্দিনের স্ত্রী মোর্তজা বেগম। কামালউদ্দিন ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। মোর্তজা বেগম বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকের নেতৃত্বে ইটভাটায় লুটপাট, ভাঙচুর চালানো হয়। এতে সংসদ সদস্য নদভীর বিরুদ্ধে ইন্ধন দেওয়ার অভিযোগ করেন।

এ বিষয়ে সংসদ সদস্য নদভী বলেন, ‘এমপির কাজ জনগণের পাশে দাঁড়ানো। ন্যায়বিচার দেওয়া এমপির কাজ। অসহায় মানুষকে সহায়তা করতে হবে। এলাকার উন্নয়ন দেখতে হবে। এই ইটভাটাটি শমসু, সালেহ ১০ মাস ধরে অবৈধভাবে দখল করে রেখেছে। একজন মজলুম মানুষ আমার কাছে বিচার নিয়ে এসেছে। আমি বসে দুপক্ষের কাগজপত্র দেখে সমাধান করে দিয়েছি।’ 

নদভী বলেন, ‘আপনি দুপক্ষের কাগজ দেখেন। স্পষ্ট হবেন, কে আসলে ইটভাটাটির মালিক। আমি কিন্তু ন্যায়বিচার করেছি। যার ইটভাটা তাঁর পক্ষে রায় দিয়েছি। যেটি আমার দায়িত্ব। আর যার সম্পদ সে যদি নেয়, এটি কি দখল হবে?’

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক