হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধে চট্টগ্রামের আনোয়ারার চাতরী চৌমুহনী সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোর ৫টার দিকে চাতরী চৌমুহনী বাজারের উত্তর পাশে টানেল সংযোগ সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে চাতরী চৌমুহনী বাজারের মসজিদের পাশে বাসটি দাঁড়িয়ে ছিল। হঠাৎ কয়েকজন এসে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় মসজিদের মুসল্লিরা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নেভায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বাসটি নিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত বাসমালিক নাঈম উদ্দিন বলেন, ‘আগুনে পুড়ে যাওয়া আমার বাসটি প্রতিদিনের মতো গতকাল রোববারও চাতরী চৌমুহনী বাজারের মসজিদের পাশে পার্কিং করা ছিল। সকালে কেইপিজেড শ্রমিকদের কারখানায় নিয়ে যাওয়ার কথা ছিল ওটার।’

আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ বলেন, ‘ভোরে দুর্বৃত্তরা হঠাৎ একটি বাসে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় থানায় মামলা হবে।’

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল