হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিখোঁজের ২৭ ঘণ্টা পর স্কুলছাত্র আদিলের মরদেহ উদ্ধার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া উপজেলার শিকলবাহা খালে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকা উল্টে মিজানুল হক আদিল (১৬) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হওয়ার উদ্ধার করা হয়েছে। আজ শনিবার নিখোঁজের ২৮ ঘণ্টা পর তাঁকে উদ্ধার করা হয়। 

নিখোঁজ মিজানুল হক আদিল পটিয়া উপজেলার চরকানাই এলাকার মো. ওবাইদুল্লাহর ছেলে। সে চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। 

আজ সন্ধ্যা ৬টায় নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়েছে।  

এব্যাপারে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার বাবার সঙ্গে শহরে বোনের বাসায় বেড়াতে যায় আদিল। শুক্রবার বাড়িতে ফেরার পথে কালারপুল খাল পার হওয়ার সময় একটি বালুবাহী বাল্কহেড ধাক্কা দিলে তাদের বহনকারী নৌকাটি উল্টে যায়। সে সময় নৌকায় ৭-৮ জন লোক ছিলেন। সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় আদিল। আদিলকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গতকাল শুক্রবার হতে টানা ২৭ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। 

উল্লেখ্য, গতকাল শুক্রবার দুপুর ১২টায় কালারপুল শিকলবহা খালে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকা উল্টে মিজানুল হক আদিল (১৬) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়। এ সময় নৌকায় থাকা অন্য যাত্রীরা নিরাপদে তীরে উঠে এলেও আদিলকে খুঁজে পাওয়া যায়নি। 

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ