হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

নির্মাণাধীন সেপটিক ট্যাংক থেকে দুই ভাইসহ ৩ জনের লাশ উদ্ধার

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নির্মাণাধীন সেপটিক ট্যাংক থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে গুনিয়াউক ইউনিয়ন গুটমা গ্রামের ওই সেপটিক ট্যাংক থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশগুলো উদ্ধার করেন। 

নিহতদের মধ্যে আলম মিয়া ও শফিক মিয়া দুজন আপন ভাই। তবে আরেজনের পরিচয় জানা যায়নি। 

স্থানীয় লোকজন জানান, উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামের বাজারের কাছে আহাদ মিয়ার একটি ভবনে কাজ করতেন তাঁরা। আজ সকালে নির্মাণাধীন একটি বিল্ডিংয়ের সেপটিক ট্যাংকের কাঠের মাচা খুলতে ভেতরে প্রবেশ করেন তাঁরা। অনেকক্ষণ পার হলে তিনজনের কোনো শব্দ না পেয়ে স্থানীয়রা গিয়ে দেখতে পান সবাই মারা গেছেন।  

স্থানীয় বাসিন্দা মো. মালেক মিয়া বলেন, ‘সকাল বেলা তাঁরা তিনজন সেপটিক ট্যাংকে মাচা খুলতে নামেন।  ট্যাংকের ভেতর সাড়া না পেয়ে গিয়ে দেখা যায় তাঁরা মারা গেছেন।’ 

নিহতের ভাই মো. নুরে আলম জানান, ‘আলম ও শফিক আমার আপন দুই ভাই। তারা এখানে কাজ করত। তারা সেপটিক ট্যাংকের ভিতরে পড়ে মারা গেছে।’ 

এ বিষয়ে নাসিরনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিমাংশু রঞ্জন সিংহ জানান, ‘সেপটিক ট্যাংকের ভেতরে বিভিন্ন গ্যাসের কারণে এমন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’ 

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, ‘আমরা ধারণা করছি গ্যাসের কারণে এমন হয়েছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা পরে বলা যাবে।’

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত