হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

নির্মাণাধীন সেপটিক ট্যাংক থেকে দুই ভাইসহ ৩ জনের লাশ উদ্ধার

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নির্মাণাধীন সেপটিক ট্যাংক থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে গুনিয়াউক ইউনিয়ন গুটমা গ্রামের ওই সেপটিক ট্যাংক থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশগুলো উদ্ধার করেন। 

নিহতদের মধ্যে আলম মিয়া ও শফিক মিয়া দুজন আপন ভাই। তবে আরেজনের পরিচয় জানা যায়নি। 

স্থানীয় লোকজন জানান, উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামের বাজারের কাছে আহাদ মিয়ার একটি ভবনে কাজ করতেন তাঁরা। আজ সকালে নির্মাণাধীন একটি বিল্ডিংয়ের সেপটিক ট্যাংকের কাঠের মাচা খুলতে ভেতরে প্রবেশ করেন তাঁরা। অনেকক্ষণ পার হলে তিনজনের কোনো শব্দ না পেয়ে স্থানীয়রা গিয়ে দেখতে পান সবাই মারা গেছেন।  

স্থানীয় বাসিন্দা মো. মালেক মিয়া বলেন, ‘সকাল বেলা তাঁরা তিনজন সেপটিক ট্যাংকে মাচা খুলতে নামেন।  ট্যাংকের ভেতর সাড়া না পেয়ে গিয়ে দেখা যায় তাঁরা মারা গেছেন।’ 

নিহতের ভাই মো. নুরে আলম জানান, ‘আলম ও শফিক আমার আপন দুই ভাই। তারা এখানে কাজ করত। তারা সেপটিক ট্যাংকের ভিতরে পড়ে মারা গেছে।’ 

এ বিষয়ে নাসিরনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিমাংশু রঞ্জন সিংহ জানান, ‘সেপটিক ট্যাংকের ভেতরে বিভিন্ন গ্যাসের কারণে এমন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’ 

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, ‘আমরা ধারণা করছি গ্যাসের কারণে এমন হয়েছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা পরে বলা যাবে।’

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির