হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

পিঠা বিক্রেতার বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির যুবলীগ নেতা

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

করোনা সংক্রমণ রোধে দেশে চলছে কঠোর লকডাউন। লকডাউনে কাজ না থাকায় অনেকেই মানবেতর জীবন কাটাচ্ছেন। এমনই এক অসহায় ব্যক্তি পিঠা বিক্রেতা ও আওয়ামী লীগের প্রবীণ কর্মী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামের রফিক মিয়া। 

পিঠা বিক্রি করেই তাঁর সংসার চলে। তিনি আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে বসে পিঠা বিক্রি করে থাকেন। লকডাউনে কাজ না থাকায় সংসার চালাতে তিনি হিমশিম খাচ্ছেন। এমন পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়িয়েছেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আলামিনুল হক আলামিন। 

মঙ্গলবার রাতে আলামিনুল হক আলামিন তাঁর হাতে খাবার সামগ্রী তুলে দিয়েছেন। খাবার সামগ্রী পেয়ে কান্নায় ভেঙে পড়েন রফিক মিয়া। 

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় রতনপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. কাজী ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. এনায়েত উল্লাহ ইমন ও ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ খান প্রমুখ। 

এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি সহ-সম্পাদক আলামিনুল হক আলামিন জানান, রফিক মিয়া আওয়ামী লীগের একজন প্রবীণ কর্মী। তিনি সবার কাছে রফিক ভাই নামে পরিচিত। তাঁর কাছ থেকে অনেক পিঠা খেয়েছি। কৃতজ্ঞতা জানাতে আজ রাতে আমরা তাঁর বাড়িতে গিয়েছিলাম। 

সচ্ছল সকল নেতা-কর্মীকে রফিক মিয়ার পাশে দাঁড়ানোর অনুরোধ করেন তিনি।  
  

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির