হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

পিঠা বিক্রেতার বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির যুবলীগ নেতা

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

করোনা সংক্রমণ রোধে দেশে চলছে কঠোর লকডাউন। লকডাউনে কাজ না থাকায় অনেকেই মানবেতর জীবন কাটাচ্ছেন। এমনই এক অসহায় ব্যক্তি পিঠা বিক্রেতা ও আওয়ামী লীগের প্রবীণ কর্মী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামের রফিক মিয়া। 

পিঠা বিক্রি করেই তাঁর সংসার চলে। তিনি আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে বসে পিঠা বিক্রি করে থাকেন। লকডাউনে কাজ না থাকায় সংসার চালাতে তিনি হিমশিম খাচ্ছেন। এমন পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়িয়েছেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আলামিনুল হক আলামিন। 

মঙ্গলবার রাতে আলামিনুল হক আলামিন তাঁর হাতে খাবার সামগ্রী তুলে দিয়েছেন। খাবার সামগ্রী পেয়ে কান্নায় ভেঙে পড়েন রফিক মিয়া। 

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় রতনপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. কাজী ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. এনায়েত উল্লাহ ইমন ও ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ খান প্রমুখ। 

এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি সহ-সম্পাদক আলামিনুল হক আলামিন জানান, রফিক মিয়া আওয়ামী লীগের একজন প্রবীণ কর্মী। তিনি সবার কাছে রফিক ভাই নামে পরিচিত। তাঁর কাছ থেকে অনেক পিঠা খেয়েছি। কৃতজ্ঞতা জানাতে আজ রাতে আমরা তাঁর বাড়িতে গিয়েছিলাম। 

সচ্ছল সকল নেতা-কর্মীকে রফিক মিয়ার পাশে দাঁড়ানোর অনুরোধ করেন তিনি।  
  

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে