হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রামগতিতে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা, স্বামী গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতিতে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় তাঁর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকালে নিহতের ভাই বাদী হয়ে নিহতের স্বামীসহ তিনজনকে আসামি করে রামগতি থানায় মামলা করার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। এর আগে গতকাল বৃহস্পতিবার ওই গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিহত গৃহবধূর স্বামী ও মামলার প্রধান আসামি সিহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হত্যার দায় স্বীকার করেছেন।

নিহতের ভাই মামলার বাদী ইকবাল হোসেন বলেন, বিয়ের পর থেকে সিহাব উদ্দিন কারণে-অকারণে শাহনাজকে বকাঝকা ও মারধর করতেন। ঘটনার দিন গতকাল বৃহস্পতিবার সকালে শাহনাজকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে উপজেলার সুজন গ্রামের একটি বাড়িতে ভাড়া থেকে পাশের মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন সিহাব উদ্দিন। গতকাল বৃহস্পতিবার সকালে বাসায় ছাগলের মাংস কাটছিলেন সিহাব। এ সময় স্ত্রীর সঙ্গে ঝগড়া হলে একপর্যায়ে হাতে থাকা ধারালো ছুরি দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান তিনি। সিহাবের বাড়ি উপজেলার শ্যামল গ্রামে।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু