হোম > সারা দেশ > চট্টগ্রাম

পূর্ব শত্রুতার জেরে মারামারি, স্কুল শিক্ষিকাসহ আহত ৮

প্রতিনিধি, কর্ণফুলী (চট্টগ্রাম) 

চট্টগ্রামের কর্ণফুলীর জুলধা ইউনিয়নের পাইপের ঘোড়া এলাকার বাহার বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারী ও স্কুল শিক্ষিকাসহ আটজন গুরুতর আহত হয়েছে। 

উভয় পক্ষই জানায়, সম্প্রতি র‍্যাব অস্ত্রসহ কয়েক কিশোরকে আটক করে। মনির গ্যাং র‍্যাবকে তথ্য দিয়ে ধরিয়ে দিয়েছিলেন বলে প্রচার করেন মোহাম্মদ ইলিয়াছের গ্যাং। এলাকায় ওই অপপ্রচারের ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় উভয় পক্ষই কর্ণফুলী থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি র‍্যাব-৭ কর্ণফুলী উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় একটি দেশীয় অস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও চাকু উদ্ধার করে। এদিকে অস্ত্রসহ আটকের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মোহাম্মদ সোহেলের পরিবারের দাবি, তাদের ছেলেকে পূর্ব শত্রুতার জেরে র‍্যাব দিয়ে আটক করানো হয়েছে। এ বিষয়ে গত কয়েক দিন ধরে সোহেলের পরিবার অপপ্রচার করায় এলাকায় উত্তেজনা তৈরি হয়। 

মোহাম্মদ রুবেল জানায়, ‘তাঁর ভাই ষড়যন্ত্র করে সোহেলকে র‍্যাব দিয়ে ধরিয়ে দিয়েছেন এটা আমরা নিশ্চিত। ওই ঘটনাকে কেন্দ্র করে পুনরায় তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। আমাদের বসতঘরে ঢুকে ধারালো দেশিও অস্ত্র, দা, ছুরি নিয়ে আমার মা, স্কুল শিক্ষিকা বোন ও ভাইসহ আমাকে মারধর করে।’ 

আবদুর শুক্কুরের পুত্র মোহাম্মদ মনির হোসেন জানান, ‘দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। কিছুদিন ধরে এলাকায় অপপ্রচার চালাচ্ছে সোহেলকে নাকি আমরা ধরিয়ে দিয়েছি। এটার জের ধরে তারাই আমাদের ওপর হামলা চালিয়ে আমার ভাই সাজ্জাদ হোসেন হৃদয় (২০), দেলোয়ার হোসেন (২৫), ও আমার মা খুরশিদা বেগম (৪৮) কে মারধর করে। এ ঘটনায় আমরা থানায় মামলা দায়ের করেছি।’ 

কর্ণফুলী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল