হোম > সারা দেশ > চট্টগ্রাম

পূর্ব শত্রুতার জেরে মারামারি, স্কুল শিক্ষিকাসহ আহত ৮

প্রতিনিধি, কর্ণফুলী (চট্টগ্রাম) 

চট্টগ্রামের কর্ণফুলীর জুলধা ইউনিয়নের পাইপের ঘোড়া এলাকার বাহার বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারী ও স্কুল শিক্ষিকাসহ আটজন গুরুতর আহত হয়েছে। 

উভয় পক্ষই জানায়, সম্প্রতি র‍্যাব অস্ত্রসহ কয়েক কিশোরকে আটক করে। মনির গ্যাং র‍্যাবকে তথ্য দিয়ে ধরিয়ে দিয়েছিলেন বলে প্রচার করেন মোহাম্মদ ইলিয়াছের গ্যাং। এলাকায় ওই অপপ্রচারের ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় উভয় পক্ষই কর্ণফুলী থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি র‍্যাব-৭ কর্ণফুলী উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় একটি দেশীয় অস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও চাকু উদ্ধার করে। এদিকে অস্ত্রসহ আটকের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মোহাম্মদ সোহেলের পরিবারের দাবি, তাদের ছেলেকে পূর্ব শত্রুতার জেরে র‍্যাব দিয়ে আটক করানো হয়েছে। এ বিষয়ে গত কয়েক দিন ধরে সোহেলের পরিবার অপপ্রচার করায় এলাকায় উত্তেজনা তৈরি হয়। 

মোহাম্মদ রুবেল জানায়, ‘তাঁর ভাই ষড়যন্ত্র করে সোহেলকে র‍্যাব দিয়ে ধরিয়ে দিয়েছেন এটা আমরা নিশ্চিত। ওই ঘটনাকে কেন্দ্র করে পুনরায় তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। আমাদের বসতঘরে ঢুকে ধারালো দেশিও অস্ত্র, দা, ছুরি নিয়ে আমার মা, স্কুল শিক্ষিকা বোন ও ভাইসহ আমাকে মারধর করে।’ 

আবদুর শুক্কুরের পুত্র মোহাম্মদ মনির হোসেন জানান, ‘দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। কিছুদিন ধরে এলাকায় অপপ্রচার চালাচ্ছে সোহেলকে নাকি আমরা ধরিয়ে দিয়েছি। এটার জের ধরে তারাই আমাদের ওপর হামলা চালিয়ে আমার ভাই সাজ্জাদ হোসেন হৃদয় (২০), দেলোয়ার হোসেন (২৫), ও আমার মা খুরশিদা বেগম (৪৮) কে মারধর করে। এ ঘটনায় আমরা থানায় মামলা দায়ের করেছি।’ 

কর্ণফুলী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের